আজ মাঘী পূর্ণিমা। সকাল থেকে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন কয়েক কোটি মানুষ। হিসাব বলছে, এখন পর্যন্ত এবারের কুম্ভে স্নান করেছেন দেশ-বিদেশের মানুষ মিলিয়ে প্রায় ৪৫ কোটি। পিছিয়ে নেই বাংলার সাগরও। মকর সংক্রান্তির পর এদিনও সকাল থেকে জনজোয়ার দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এই জনপদে।
মাঘী পূর্ণিমায় নিরাপত্তাকে আঁটসাট করতে এদিন প্রয়াগে ড্রোন উড়িয়ে নিরাপত্তা খতিয়ে দেখা হয়। হেলিকপ্টার থেকে পূণার্থীদের জন্য ফেলা হয় গোলাপের পাপড়ি। লোক কথায় রয়েছে, এদিন স্নান করলে নাকি পূণ্যি বাড়ে। সেই পূণ্যি লাভেই এদিন প্রয়াগ থেকে সাগরে ডুব দিলেন কয়েক কোটি ভক্ত।
আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে কপিল মুনির আশ্রম। রয়েছে প্রায় ১৫ টি সিসিটিভি ক্যামেরা। মাঘী পূর্ণিমার বিশেষত্ব এই দিনে ঋষি ও সন্ন্যাসীরা এক মাসব্যাপী বিরত থাকার সমাপ্তি ঘোষণা করেন। এই দিনে চাঁদের উপাসনা করা হয়। এই দিনে বুদ্ধ ও বিষ্ণু পূজা করা হয়। এই দিনে তীর্থ স্নান করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে উপবাস ও প্রার্থনা করলে জীবনের সমস্ত উদ্বেগ দূর হয়।