মহালয়ার দিন থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবারও পুজোর উদ্বোধন করলেন তিনি ৷ বেহালার বড়িশা ক্লাব ও নতুন দল পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মমতা ৷ এদিনই হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো উদ্বোধনে হাজির ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷
বড়িশা ক্লাব হোক কিংবা নতুন দল ৷ এই বিখ্যাত দুই পুজোর থিম প্রতিবারের মতো এবারও বেশ আকর্ষণীয় ৷ অজেয় সংহতি বড় পুজোগুলির মধ্যে অন্যতম ৷ বড়িশা ক্লাবের পুজোর উদ্বোধন করতে এসে তাদের থিমের কথা মুখ্যমন্ত্রীর মুখেই শোনা গেল ৷ এবার বড়িশা ক্লাবের থিম এনআরসি ৷ অর্থাৎ এনআরসি হলে কী পরিস্থিতি তৈরি হবে, সেটাই মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে ৷ তবে এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের আশ্বাস বাণী দিয়ে গেলেন ৷ জানিয়ে দিলেন, বাংলাকে রক্ষা করবেন তিনি ৷ বাংলাকে রক্ষা করবে জয় বাংলা, জয় দুর্গা ৷ বাংলায় তিনি কিছুতেই এনআরসি হতে দেবেন না ।