গোয়া থেকে কংগ্রেস-বিজেপিকে একসঙ্গে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কংগ্রেসই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) টিআরপি বাড়াচ্ছে। এমনই অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো। আঞ্চলিক দলগুলোকে এগিয়ে আসার অনুরোধ করলেন তিনি।
শনিবার সকালে গোয়ার ডোনা পাওলার ইন্টারন্যাশনাল সেন্টারে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কংগ্রেস ও বিজেপির সমঝোতা নিয়ে অভিযোগ তোলেন। মমতা বলেন, "কংগ্রেসের জন্যই বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে। দীর্ঘদিনের দল হয়েও সিদ্ধান্তহীনতায় ভুগছে কংগ্রেস। তার ফলেই নরেন্দ্র মোদীর শক্তি বাড়ছে। বাংলা ও গোয়ার সাংস্কৃতিক ঐতিহ্য অনেক উন্নত। আঞ্চলিক দলগুলোকে একসঙ্গে লড়তে হবে। গোয়ার মানুষের অনেক সমস্যা আছে। সেই ইস্যুতে লড়াই করবে তৃণমূল। "
জ্বালানি তেলের মৃল্যবৃদ্ধি, কৃষক সমস্যা, বেকারত্ব, সব ইস্যু নিয়ে শনিবার গোয়া থেকে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের শেষদিন ওল্ড গোয়ার বম জেসাস চার্চে গেলেন তিনি। সেখান থেকে এলেন মাপুসা বাজারে। এখানে স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলেন তিনি।