এলপিজি সিলিন্ডারের (LPG) ওজন বড় বেশি। তার ফলে অসুবিধা হয় বাড়ির মহিলাদের। তাই তাঁদের কথা ভেবে এবার এলপিজি সিলিন্ডারের ওজন কমানোর বিষয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় এমনই ইঙ্গিত মিলেছে।
প্রসঙ্গত ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের ওজন ১৪.২ কেজি হওয়ায় তা বহন করতে সমস্যা হয়। সরকারের দাবি, মহিলাদের সমস্যাকে মাথায় রেখে সরকার সিলিন্ডারের ওজন কম করার জন্য বিভিন্ন বিকল্প নিয়ে ভাবনা চিন্তা করছে।
Dementia: সুস্থ হার্ট ডিমেনশিয়ার সম্ভাবনা কমাবে, জানাচ্ছে গবেষণা
পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন। এর আগে রাজ্যসভার এক সদস্য সিলিন্ডার ভারি হওয়ায় মহিলাদের সমস্যার কথা উল্লেখ করেছিলেন। তবে দাম কমবে কিনা তা এখনও অস্পষ্ট।