দীর্ঘ পাঁচ মাস পর চালু হল লোকাল ট্রেন। ৩১ অক্টোবর থেকে আবারও রাজ্যে চাকা গড়াল লোকাল ট্রেনের। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন। রাজ্য সরকারের এই ঘোষণায় নিঃসন্দেহে স্বস্তিতে রাজ্যের সাধারণ মানুষ।
পূর্ব রেলওয়ের তরফে আগেই বলা হয়েছিল লোকাল ট্রেন চালু করার ক্ষেত্রে রেল সবরকম প্রস্তুতি সেরে রেখেছে। কিন্তু নবান্নের তরফে সবুজ সংকেত না পেলে তা চালানো সম্ভব নয়। তবে স্টাফ স্পেশাল ট্রেনে যে পরিমাণ ভিড় বাড়ছিল, তাতে লোকাল ট্রেন চালু না করলে হিতে যে বিপরীত হওয়ারই সম্ভাবনা ছিল। এরই মধ্যে নবান্নের তরফে শুক্রবার এক নির্দেশিকা জারি করে জানানো হয় আবারও লোকাল ট্রেন চালু হচ্ছে এ রাজ্যে।
Local Train: আসানসোল, খড়গপুর-সহ দক্ষিণবঙ্গ জুড়ে গড়াল লোকাল ট্রেনের চাকা, খুশি নিত্যযাত্রীরা
বিভিন্ন স্টেশনে সোমবার সকাল থেকেই দেখা গেছে সেই পরিচিত ভীড়। দীর্ঘ পাঁচ মাস যা কার্যত হারিয়ে গিয়েছিল করোনার বিধিনিষেধে। ট্রেন বন্ধ রেখে অন্যান্য যানবাহন চালিয়ে আখেরে বিশেষ লাভ কিছু হয়নি। তাই সমস্ত পরিষেবা স্বাভাবিক রেখে সচেতন হয়ে চলাচল করাই একমাত্র পথ।