এবার শাহরুখ-পুত্রের পাশে দাঁড়ালেন বলিউডের অন্যতম তারকা অভিনেতা হৃত্বিক রোশন। ইনস্টাগ্রামে আরিয়ানের জন্য খোলা চিঠি লিখলেন তিনি। এই অবস্থায় আরিয়ানকে শান্ত, সংযমী হতে পরামর্শ দিয়েছেন হৃত্বিক। জোগালেন মানসিক সাহসও।
'আমার প্রিয় আরিয়ান' লিখে হৃত্বিক শুরু করেন তাঁর চিঠি। চিঠিতে অপূর্ব বর্ণনায় উঠে এসেছে জীবনের চড়াই-উতরাইয়ের কথা। ঠিক যেন একজন ‘বাবা’ খুবই ধৈর্য্যের সঙ্গে তাঁর সন্তানকে জীবনের পাঠ দিচ্ছেন। তিনি লেখেন, 'জীবন একটি আজব সফর। জীবন অনিশ্চিত বলেই তা দারুণ। জীবন দুর্দান্ত কারণ তোমার দিকে সে সবসময় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি শুধু কঠিন মানুষদের কঠিন চ্যালেঞ্জ দেন। যখন ভিড়ের মধ্যেও তোমার নিজের মধ্যে নিজেকে স্থির রাখার চাপ অনুভব করতে পারবে তখনই বুঝবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন।'
এরপরও তিনি অনেক কিছু লিখেছেন আরিয়ানের উদ্দেশে। তিনি বারবার আরিয়ানকে শান্ত, সংযমী থাকার পরামর্শ দিয়েছেন। হৃত্বিকের দীর্ঘ এই আবেগঘন বার্তায় মুগ্ধ নেটিজেনরা।