করোনা আবহে দিঘা, মন্দারমণি ,শঙ্করপুর তাজপুর প্রায় পর্যটকশূন্য। এই পরিস্থিতিতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। এই আর্থিক মন্দার জেরে এবার হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন হোটেল মালিকরা।
বৃহস্পতিবার দিঘা শঙ্করপুর হোটেলইয়ার্স অ্যাসোসিয়েশন এবং অন্যান্য পর্যটন কেন্দ্রের হোটেল মালিকরা বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি ,পর্যটক না আসায় তাঁরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। হোটেলের রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন বাবদ টাকা মেটাতেও সমস্যা হচ্ছে । নিজেদের আর্থিক অবস্থার কথা জানিয়ে খুব শীঘ্রই এই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন।
উল্লেখ্য, গত সপ্তাহেও দিঘা, মন্দারমনি শঙ্করপুরের সমুদ্রসৈকতে হাজার হাজার পর্যটকের ভিড় দেখা গেছে ,অনেক পর্যটকই করোনা বিধি না মেনে বেপরোয়া আচরণ করেছেন। হোটেল মালিক সংগঠনের অভিযোগ, করোনা আবহে আরটিপিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্ট অথবা ডাবল ভ্যাকসিনের সার্টিফিকেট বাধ্যতামূলক হওয়ায় পর্যটকরা অনেকেই আসতে চাইছেন না