সংবাদসংস্থা ANI সূত্রের খবর, সম্ভবত মঙ্গলবারই কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে আজই কীর্তি আজাদ দেখা করতে পারেন বলেও জানা গিয়েছে।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh assembly election) আগে দু'বারের এই কংগ্রেস সাংসদকে দলে নিয়ে জাতীয় রাজনীতিত নিজেদের 'পায়ের তলার মাটি' আরও পোক্ত করে তুলতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।
উল্লেখ্য, এর আগে সুস্মিতা দেব, লুইজিনহো ফেলেইরো সহ একাধিক কংগ্রেস নেতাকে নিজেদের দলে নিয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, ৮৩'র বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদের রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল বিজেপির হাত ধরে। পরে, ২০১৫ সালে তিনি বিজেপি থেকে সাসপেন্ড হন এবং ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন।