বহু প্রতীক্ষিত ছবি 'শেহজাদা'-র(Shehzada) শুটিং শুরু করলেন কার্তিক আরিয়ান (Kartik Aryan) । 'শেহজাদা' একটি তেলুগু ছবির রিমেক । এই ছবিতে কার্তিকের সঙ্গে জুটি বাঁধছেন কৃতি স্যানন(Kriti Sanon) । লুকাছুপির পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন কার্তিক-কৃতি ।
শেহজাদা-র শুটিং শুরুর কথা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন কার্তিক । একটি ছবি পোস্ট করে শুটিংয়ের ফার্স্ট লুক শেয়ার করেছেন তিনি । ছবিতে দেখা যাচ্ছে শেহজাদা লেখা একটি বোর্ড হাতে ধরে রয়েছেন কার্তিক । আর ক্যাপশনে জানিয়ে দিয়েছেন শুটিং শুরু হয়ে গিয়েছে । কার্তিক ক্যাপশনে শুধু একটি শব্দ লিখেছেন, 'শুরু' ।
National Film Fare Award : সেরা অভিনেত্রী, পঞ্চম জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাউত
ছবিতে কার্তিক ও কৃতি ছাড়াও ছবিতে অভিনয় করছেন পরেশ রাওয়াল, সচিন খেদেকার, মনিষা কৈরালা ও রনিত রায় । পরের বছর ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে 'শেহজাদা' ।