দীর্ঘ প্রতীক্ষার পর অপেক্ষার অবসান হতে চলেছে খুব শিজ্ঞির। আগামী ২৫ মার্চেই মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান আর কিয়ারা আদবানি অভিনীত ছবি 'ভুলভুলাইয়া ২'। বিদ্যা বালান আর অক্ষয় কুমারের অনস্ক্রিন ম্যাজিক এই নতুন জুটি পর্দায় আবার রিক্রিয়েট করতে পারে কিনা, সেটাই দেখার।
ভুলভুলাইয়া ২ যে আসছে, সে খবর আগেই ছিল, তবে কিনা, লকডাউনের জন্য ছবির শুটিং আটকে ছিল বেশ কয়েক দিন। লকডাউনের জট কিছুটা আলগা হতেই শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছিল। অপেক্ষা ছিল পরিচালক অনীশ বাজমির এই ছবি মুক্তির। রয়েছেন তাব্বুও।
চকোলেট বয় ইমেজ ভেঙে অক্ষয়ের ভূমিকায় এই ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কার্তিক অবশ্য নিজের ছবির লুক প্রকাশ্যে এনেছেন আগেই।