কোভিডে (Covid 19) আক্রান্ত হলেন কিংবদন্তী অভিনেতা কমল হাসন (Kamal Haasan)। একটি টুইট (Tweet) করে অভিনেতা জানান তাঁর অল্প সর্দিকাশি হয়েছে এবং তিনি তারপরই চিকিৎসকের পরামর্শ নিয়ে ভর্তি হয়েছেন চেন্নাইয়ের একটি হাসপাতালে। সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি মনে করিয়ে দেন, কোভিড ভাইরাস এখনও যায়নি।
অতি সম্প্রতি তাঁর নতুন পোশাক-বিপণী 'কমল'স হাউজ অব খদ্দর' চালু করে আমেরিকা থেকে দেশে ফিরেছেন দক্ষিণের এই মহাতারকা।
তাঁর হাতে এখন রয়েছে লোকেশ কঙ্গরাজের পরবর্তী ছবি 'বিক্রম'। এই ছবির ফার্স্ট লুক কমল হাসনের জন্মদিনের আগেই শেয়ার করা হয়েছিল। ছবিটিতে কমল হাসনের সঙ্গে রয়েছেন বিজয় সেতুপথি এবং ফাহাদ ফাজিলও।