বড়পর্দায় আসতে চলেছে জন আব্রাহাম(John Abraham) অভিনীত সত্যমেব জয়তে ২(Satyameva Jayate 2) । অ্যাকশনে ভরপুর এই ছবির ট্রেলার মুক্তি পেল সোমবার । ছবিতে তিনটি চরিত্রে দেখা যাবে জনকে । জনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দিব্যা খোসলা কুমার(Divya Khosla Kumar) ।
ছবির ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করছেন জন । একটি চরিত্র বাবার ভূমিকায় ও অন্য দুটি চরিত্রে যমজ ছেলের ভূমিকায় দেখা যাবে জনকে । সিনেমায় তিনজনেই দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন । অ্যাকশনে ভরপুর ট্রেলারে কখনও গাড়ি ভাঙতে, কখনও টেবিল ভাঙতে দেখা গিয়েছে জনকে । মূলত, পুলিশ এবং রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতি এবং সাধারণ মানুষ প্রত্যেকের জীবনকে দুর্নীতি কীভাবে প্রভাবিত করে, সেটাই দেখা যাবে এই ছবিতে ।
Kartik Aryan-Kriti Sanon : 'শেহজাদা' ছবির শুটিং শুরু করলেন কার্তিক ও কৃতি
২০১৮ সালে মুক্তি পেয়েছিল অ্যাকশন ফিল্ম ‘সত্যমেব জয়তে’(Satyameva Jayate)। তারই পার্ট টু সত্যমেব জয়তে ২ । এবারও পরিচালক মিলাপ জাভেরি । ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি ।