দেশজুড়ে আবহাওয়ার চরম বৈপরীত্যের মাঝেও জম্মু-কাশ্মীরে দেখা গেল একেবারে অন্য দৃশ্য। শনিবার জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকা বৃষ্টিপাতের পাশাপাশি মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল।
জম্মু-কাশ্মীরে ট্রাফিক পুলিশ সূত্রে খবর, পীর কি গলি এলাকায় প্রবল তুষারপাতের ফলে জম্মুর পুঞ্চ এবং রাজৌরি জেলার সঙ্গে কাশ্মীরের সোপিয়ান জেলার সংযোগকারী মুঘল রোড বন্ধ করে দিতে হয়েছে।
এর পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের ফলে ধ্বসের খবরও মিলেছে রাম্বান শহরের ক্যাফেটেরিয়া মোড় এলাকায়। এর ফলে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ করে দিতে হয়েছে, যা সারা বছরের জন্য গোটা দেশের সঙ্গে কাশ্মীরকে যুক্ত করে রাখার একমাত্র রাস্তা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর গত ১২ ঘন্টায় জম্মু-কাশ্মীরের সমতল অংশে মাঝারি বৃষ্টিপাত এবং উঁচু অংশগুলিকে হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছে।
তবে আশার কথা শোনার নেই আবহাওয়া বিদরা জানা গেছে আগামী ২৪ ঘন্টাও একইরকম আবহাওয়া থাকবে জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে। তবে ২৪শে অক্টোবর দুপুর থেকে আবহাওয়ায় তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটতে পারে।