রবিবার জম্মু ও কাশ্মীরের কুলগ্রামে জঙ্গি্দের গুলিতে নিহত বিহারের দুই শ্রমিক। আহত হয়েছেন আরও এক শ্রমিক। গত দুই দিনে তিন নম্বর জঙ্গা হামলা ঘটল কাশ্মীর উপত্যকায়। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি জঙ্গিদের হামলার মূল লক্ষ্য ভিন রাজ্যের শ্রমিকরা। কুলগ্রামে হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
হামলায় নিহত দুই শ্রমিক হলেন রাজারাসি দেব ও যোগিন্দর রাসি দেব। চুনচু রসি দেব এই হামলার ঘটনা আহত হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর শনিবার ও রবিবার জঙ্গিরা নিশানা করেছে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।