আইনজীবী সৌরভ কিরপালকে (Saurabh Kirpal) দিল্লি হাইকোর্টের বিচারপতি করার সুপারিশ করল সুপ্রিম কোর্টের (SC) কলেজিয়াম। এই পদক্ষেপ ঐতিহাসিক, কারণ সৌরভ এ দেশের প্রথম ঘোষিত সমকামী পুরুষ বিচারক, যাকে এই পদের জন্য সুপারিশ করা হয়েছে।
২০১৭ সালে প্রথমবার তাঁর নাম উঠে এলেও তিনবার সিদ্ধান্ত বদল করা হয়। সৌরভকে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে আপত্তি ছিল কেন্দ্রেরও। সূত্রের খবর, চলতি বছরের এপ্রিলে কেন্দ্র মুখ্য বিচারপতি এনভি রামান্নাকে জানায়, বিচারপতি সৌরভ কিরপালের সঙ্গী অন্য দেশের নাগরিক হওয়ায় সিদ্ধান্ত নিয়ে সংশয় রয়েছে তাঁদের।
লড়াইয়ের নাম 'নিশিকা'। রূপান্তরকামী এই টেনিস কোচের লড়াই চোখ ভেজাবে আপনারও
প্রসঙ্গত, দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হওয়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক ডিগ্রি ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সৌরভ কিরপাল। জেনেভায় জাতিসংঘের সঙ্গে কিছুদিন কাজ করার পর দু দশকেরও বেশি সময় ধরে ভারতের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন তিনি।
সৌরভের নিয়োগ সিদ্ধান্ত চূড়ান্ত হলে তিনিই হবেন দেশের প্রথম ঘোষিত সমকামী বিচারক।