দীপাবলির আগে স্বস্তি দিচ্ছে দেশের নিম্নমুখী কোভিড গ্রাফ(Covid Graph) । শনিবারের তুলনায় রবিবার দেশে অনেটকাই কমল দৈনিক সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(Health Ministry) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৩০ জন । গত একদিনে মৃত্যু হয়েছে ৪৪৬ জনের । সুস্থ হয়ে ফিরেছেন ১৪ হাজার ৬৬৭ জন ।
রবিবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৩০০ । মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১৮৬ জনের । দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮৪২ ।
Night Curfew: কালীপুজোতে কোভিড বিধি শিথিল রাজ্যের, থাকছে না নাইট কার্ফু
রাজ্যগুলির মধ্যে রবিবারও দৈনিক সংক্রমণ বেশি কেরালায় । এরপরেই রয়েছে তামিলনাড়ু । অন্যদিকে, মোট আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র শীর্ষে থাকলেও এখানে দৈনিক সংক্রমণ অনেকটাই কম ।