সিবিআই (CBI) ও ইডি (ED) প্রধানের মেয়াদবৃদ্ধির জন্য রবিবার দুটি অর্ডিন্যান্স (Ordinance) আনল কেন্দ্র। এই অর্ডিন্যান্সে ইতিমধ্যে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। এতদিন সিবিআই ও ইডি প্রধানের মেয়াদ ছিল দুবছর। যা এখন থেকে বেড়ে হবে পাঁচ বছর।
বারবার কেন্দ্রের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলোকে অপব্যবহারের অভিযোগ তুলেছে বিরোধীরা। এদিন এই অর্ডিন্যান্স পাশ করার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O'Brayen)। তিনি টুইট করে লেখেন, "মোদি ও শাহ কীভাবে অর্ডিন্যান্স এসে নির্লজ্জ ভাবে পার্লামেন্টের অপমান করেন দেখুন। এদিনও তাঁদের পোষা পাখি ইডি ও সিবিআইকে একই ভাবে ধরে রাখা হল।"
বিশেষ বিশেষ ক্ষেত্রে ইডি ও সিবিআই প্রধানের মেয়াদ বৃদ্ধি করতে পারে কেন্দ্র। কিন্তু সবক্ষেত্রে নয়। এবার স্থায়ী মেয়াদ বাড়ানোর অর্ডিন্যান্স পাশ করাল কেন্দ্র।