আসন্ন আইসিএসই (ICSE)-আইএসসি (ISC) পরীক্ষা স্থগিত হয়ে গেল। এবং একদম আচনকা, কোনো পূর্বানুমান ছাড়াই! কেন পরীক্ষা স্থগিত তা জানানো হয়নি।
২০২১-২২ সালের প্রথম সিমেস্টারের পরীক্ষা স্থগিতের ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সাম-র (CISCE) চিফ এগজিকিউটিভ গ্যারি আরাথুন। আগের নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ নভেম্বর থেকে।
KMC on Covid: সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা, কর্মীদের ছুটি বাতিল কলকাতা পুরসভার
সিআইএসসিই-র পক্ষ থেকে বোর্ডের অর্ন্তগত সমস্ত স্কুলের প্রদানদের উদ্দেশে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণের জেরে ২০২১-২২ সালের আইসিএসই ও আইএসসি-র প্রথম সিমেস্টারের পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হচ্ছে। পরীক্ষায় বসতে চলা সমস্ত শিক্ষার্থীকে দ্রুত অবগত করার জন্য আবেদন জানানো হচ্ছে।'