অবশেষে দূর হল দুশ্চিন্তা। সেমেস্টার ওয়ানের সূচি প্রকাশ করল কাউন্সিল। সিবিএসই-র পথেই এবার আইসিএসই (ICSE), আইএসসি(ISC)। অনলাইন নয়, আইসিএসই, আইএসসি-র প্রথম সিমেস্টার হবে নিজের স্কুলে বসে, অফলাইনে।
আইসিএসই পরীক্ষা শুরু ২৯ নভেম্বর। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, আইএসসি পরীক্ষা হবে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি প্রকাশ করল আইসিএসই কাউন্সিল (CISCE)।
Ranveer-Deepika IPL team: আইপিএলে টিম কিনছেন রণবীর-দীপিকা? তুঙ্গে উঠেছে জল্পনা
জোড়া পরীক্ষার প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। আগে কাউন্সিল জানিয়েছিল, ১৫ নভেম্বর থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষা হবে অনলাইনে বাড়িতে বসে।