সর্বভারতীয় বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা কবে হবে, তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। পিছিয়ে গেল আইসিএসই-সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে শুনানি। আগামী ৩১ মে পর্যন্ত পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানি। উভয় বোর্ডেরই পরীক্ষা স্থগিতের আবেদনের শুনানি হবে। সূত্রের খবর, পয়লা জুন এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। রাজ্যগুলির শিক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই একথা জানিয়েছিল কেন্দ্র।