অমিত শাহর গোয়া সফরের আগে তড়িঘড়ি সরানো হল তৃণমূলের হোর্ডিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির জায়গায় বসল অমিত শাহের ছবি। বৃহস্পতিবার সেই ভিডিও শেয়ার করে নিন্দা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।
গোয়ার ধারবান্দোরাতে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির শিলান্যাস করবেন অমিত শাহ। সেই সফরের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং খুলে সেই জায়গায় অমিত শাহের ছবি বসানো হয়েছে। অন্য এলাকা থেকেও সরানো হয়েছে তৃণমূলের পোস্টার। এমনটাই অভিযোগ গোয়া তৃণমূলের। বৃহস্পতিবার গোয়া তৃণমূল কংগ্রেসের সেই ভিডিও শেয়ার করে তোপ দাগলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। গোয়া তৃণমূল কংগ্রেস টুইট করে বলে, "তাঁদের ব্যানার সরিয়ে অমিত শাহের ব্যানার বসানো অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রভুকে খুশি করার জন্য দারুণ কাজ বিজেপির। কিন্তু গোয়ার মানুষ গত চার বছরের কষ্ট কীভাবে ভুলবে!"
ডেরেক ও ব্রায়েন টুইট করে লেখেন, "স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে তাঁদের নিয়ে চিন্তিত।" এই ঘটনার নিন্দা করেছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিমও। তিনি বলেন, "বাংলার মতো গোয়ার মানুষও ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকবে। পরিবর্তনের ঝড় উঠে গিয়েছে। হোর্ডিং খুলে কিছুই মুছে ফেলা যাবে না।"