ভারী বৃষ্টির ফলে একাধিক দুর্ঘটনায় তামিলনাড়ুতে (Tamilnadu) এখনও পর্যন্ত মৃত্যু ৮ জনের। দফায় দফায় বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন জেলা জলমগ্ন। ২৩টি জেলার স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster Management) মন্ত্রী রামাচন্দ্রন বলেন, "দক্ষিণ ভারতে এখনও বৃষ্টি চলবে"। বিপর্যয় মোকাবিলা দফতরের দুটি টিম এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। একটি দল কাঞ্চিপুরমে (Kanchipuram) আছে। অন্য দলটি চিঙ্গলপেট (Chinglepet) এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে।
বৃষ্টির সতর্কতা জারি করে তামিলনাড়ুর বিভিন্ন জেলায় রেড অ্যালার্ট জারি করেছিল মৌসম ভবন। শনিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে উপকূলবর্তী জেলাগুলোতে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে অ্যালার্ট জারি হয়েছে।