অস্কার দৌড়ে নেমেও ছিটকে গেল বাঙালি পরিচালক সুজিত সরকার পরিচালিত ‘সর্দার উধম’ (Sardar Udham)। সারা দেশের চলচ্চিত্র বোদ্ধাদের মধ্যে বিপুল সাড়া ফেলেও অস্কার মার্কশিটে অতিরিক্ত নম্বর কেন যোগ করতে পারল না ‘সর্দার উধম’ ! কারণটা কী? অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জুড়ি মেম্বার ইন্দ্রদীপ দাশগুপ্ত এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিশ্বায়নের যুগে ব্রিটিশদের প্রতি এত ঘৃণা দেখানোটা ঠিক নয়।” এই ব্যাখ্যা শুনেই আবার বেজায় চটলেন দর্শকদের একাংশ। তবে অন্যদিকে, ইতিহাস-বিকৃত করার অভিযোগও উঠেছে এই সিনেমার বিরুদ্ধে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক তথা খ্যাতনামা মিউজিক কম্পোজার অবশ্য ‘সর্দার উধম’-এর প্রশংসাও যে করেননি, তা নয়। তাঁর কথায়, “জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি নিঃসন্দেহে ভাল। কী অসাধারণ সিনেম্যাটোগ্রাফি। একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনকাহিনি বেশ পারদর্শীতার সঙ্গে পর্দায় তুলে ধরা হয়েছে। তবে বেজায় বড় দৈর্ঘ্যের সিনেমা। কিন্তু সিনেমায় ব্রিটিশদের প্রতি যেভাবে ভারতীয়দের ঘৃণা তুলে ধরা হয়েছে, আজকের গ্লোবালাইজেশনের যুগে সেটা মোটেই কাঙ্ক্ষিত নয়।” পাশাপাশি তামিল ছবি ‘কুড়াঙ্গাল’-এর সঙ্গে সুজিতের ‘সর্দার উধম’-এর তুলনা টেনে তিনি বলেন, ‘কুড়াঙ্গাল’-এ এহেন কোনও অ্যাজেন্ডা খুঁজে পাওয়া দুষ্কর।