সোদপুর ঘোলা বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কালী পুজো এ বছর ২৪-এ পা দিল। দীর্ঘদিন ধরেই সোদপুরে এই ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কালীপুজোর সুনাম রয়েছে। কি থিম, কি কালি প্রতিমা সবকিছুতেই নজর কেড়েছে এই ঘোলা বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো।
এবারে তাঁদের থিম সূর্য রশ্মি। আর থিমের সঙ্গে মানানসই কালি প্রতিমা।
কলকাতা থেকে বেশি দূরে নয়। চাইলে আপনারাও সোদপুর ঘোলা বিদ্যাসাগর পল্লীর এই কালি প্রতিমা দর্শন করে আসতে পারেন।