গালওয়ানে (Galwan valley) উপত্যকায় চিনা সেনাবাহিনীর (Chinese Army) সঙ্গে সংঘর্ষে নিহত কর্নেল সন্তোষ বাবুকে (Col Santosh Babu) মরণোত্তর মহাবীর চক্র সম্মান (Maha Vir Chakra) দিল কেন্দ্র।
২০২০-র ১৫ জুন গালওয়ানে ৩০ জন নিরস্ত ভারতীয় সেনাকে (Indian Army) নিয়ে পরিস্থিতি সরজমিনে দেখতে যান তেলেঙ্গানার বাসিন্দা সন্তোষ বাবু। সেখানে চুক্তি ভেঙে তাঁদের উপর হামলা চালায় চিনা সেনাবাহীনী। নিহত হন কর্নেল সন্তোষ বাবু।
তাঁর পাশাপাশি চিনের লালফৌজের সঙ্গে লড়াই করে আত্মবলিদানের কথা মনে রেখে, নায়েব সুবেদার নুদুরাম সোরেন (১৬ বিহার), হাবিলদার কে পালানি (৮১ ফিল্ড), হাবিলদার তেজিন্দর সিং (৩ মিডিয়াম), নায়েক দীপক সিং (১৬ বিহার) এবং সেপাই গুরতেজ সিং কেও বীর চক্রে সম্মানিত করা হবে।
প্রসঙ্গত, মহা বীর চক্র ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বীরত্ব পুরস্কার। প্রথমটি পরমবীর চক্র।