ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে (Bhawanipur By-Poll) রণদামামা বেজে গেছে। রবিবার মেগাপ্রচারে সকাল সকাল হাজির তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। লজ্জা থাকলে ভবানীপুরে পরেরবার প্রার্থী দেবে না বিজেপি (BJP)। কটাক্ষ ফিরহাদের।
এদিন কলাবাগান এলাকার ৮২ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে প্রচার সারলেন ফিরহাদ হাকিম। প্রচার করতে এসে বলেন, "বৃষ্টি যদি না হয়, মানুষ মমতা ব্যানার্জিকে এত ভোট দেবে, যা বিজেপি ভাবতেও পারবে না। মানুষ চান্স পেলে এমন ভোট দেবে, বিজেপি মনে রাখবে। লজ্জা থাকলে পরেরবার ভবানীপুরে ক্যান্ডিডেট দেবে না।" শনিবার হাজরা মোড়ে বিধানসভা নির্বাচনে মৃত কর্মীদের পরিবারদের নিয়ে অবস্থান করে বিজেপি। তা নিয়েও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ,"রাজ্য শান্ত আছে। দিলীপ ঘোষ অশান্ত করার চেষ্টা করছেন।"
ভবানীপুর কেন্দ্রে ভোটার তালিকায় উঠে এসেছে প্রশান্ত কিশোরের নাম। বিজেপির অভিযোগের কোনও কারণই নেই। সাফ জানালেন ফিরহাদ। বললেন, "আমি যে কোনও জায়গায় যেতে পারি, যেখানে খুশি থাকতে পারি। এটা আমার অধিকার। সংবিধান বলে, এটাই সার্বভৌমত্ব। সংবিধানকেই চ্যালেঞ্জ করছে বিজেপি।"