টানা ১৪ মাস চলার পর দিল্লি সীমান্তের ঐতিহাসিক কৃষক আন্দোলন প্রত্যাহার করল কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষান মোর্চা।
কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি মেনে এমএসপি নিয়ে কমিটি গঠন করতে রাজি হয়েছে। আন্দোলনরত কৃষকদের উপর থেকে মামলাও প্রত্যাহার করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার কৃষকদের আশ্বাস দিয়েছে, আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছেন যে কৃষকরা, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সরকার তাঁদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবে।
গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয় তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ঐতিহাসিক আন্দোলন। নভেম্বর থেকে দিল্লি সীমান্তে ধর্ণা শুরু করেন কৃষকরা।
Bipin Rawat: কুয়াশায় মিলিয়ে যাচ্ছে চপার, দুর্ঘটনার আগের মূহুর্তের ভিডিয়ো প্রকাশ্যে এল
প্রতিবাদী কৃষকরা প্রতিকূল আবহাওয়া, মিডিয়া এবং সরকারের অসহযোগিতা, পুলিশি হস্তক্ষেপের মোকাবিলা করে জয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) তিনটি কৃষি আইন বাতিল করার কথা ঘোষণা করেছেন।