মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) জানান, ১৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত দুয়ারে রেশন প্রকল্প। যদিও এই পাইলট প্রকল্প (Pilot Project) শুরু হয়েছিল পুজোর আগেই। রাজ্য সরকারের তরফে এবার গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। সেই গাড়ির সাহায্যে রেশন নিয়ে যাওয়া হবে বিভিন্ন পাড়ায়। পাড়ার সব মানুষ একজায়গায় সেই গাড়ি থেকে নিজেদের রেশন নিতে পারবেন বলে মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী(CM)।
Jagdip Dhankhar: শপথ পাঠ করানো ঘিরে আবার রাজ্যপাল-অধ্যক্ষ দ্বন্দ্ব, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট
মঙ্গলবার বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেন, দুয়ারে সরকার বিশ্বের সেরা প্রকল্প। এবার এর পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। তিনি বলেন, "দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে রেশন ডিলাররা আদালতে গেছেন। এই প্রকল্প বেশিদিন চলতে পারে না, মুখ থুবড়ে পড়বে।"