একটানা মূল্যবৃদ্ধির পর দীপাবলির ঠিক আগেই এল ভাল খবর। কমতে চলেছে জ্বালানির দাম। বুধবার একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রাক দীপাবলিতে দেশবাসীকে বেশ,খানিকটা স্বস্তি উপহার কেন্দ্রের। এক ধাক্কায় অনেকটাই দাম কমান হল পেট্রোল-ডিজেলের।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, দীপাবলির আগেই পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পর আরও মহার্ঘ হয় দাম। ফলে এই শুল্ক কমলে জ্বালানির দাম অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।