পুজোয় এবার মেদিনীপুরে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । ষষ্ঠীর দিন সেখানের কয়েকটি পুজো মণ্ডপ উদ্বোধন করেন তিনি । সেইসঙ্গে এদিন তাঁকে ঢাক বাজাতেও দেখা গেল । উল্লেখ্য, মেদিনীপুরের সাংসদ হলেন দিলীপ ঘোষ ।
ষষ্ঠীর দিনই মেদিনীপুরে পৌঁছান দিলীপ ঘোষ । সেখানে বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন । সেইসঙ্গে, তালবাগিচার একটি পুজো মণ্ডপে ঢাক বাজাতে দেখা গেল দিলীপ ঘোষকে । সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি নিজেই ।
দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলে, পুজোতে এবার তিনি মেদিনীপুরে থাকবেন । নিজের সংসদ এলাকায় এবারের পুজোটা কাটাতে চান তিনি ।