একা করোনায় রক্ষা নেই, দোসর এবার ডেঙ্গি! নতুন এই আতঙ্কের সঙ্গে লড়াই করতে অত্যন্ত সতর্ক রাজ্য সরকার।
ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভাগুলির সঙ্গে বৈঠক করল পুর নগরোন্নয়ন দফতর। বলা হল, ডেঙ্গি আক্রান্তের বাড়ির ৫০ মিটারের করতে হবে ফিভার সার্ভে। ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে নিতে হবে ব্যবস্থা।
১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল বাড়ি বাড়ি গিয়ে মশা দমন অভিযান। মশা মারার ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দিয়েছে পুর নগরোন্নয়ন দফতর। বুধবারের বৈঠকে ছিলেন ৪৩টি পুরসভার প্রতিনিধিরা।