বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে দেখা গেছে ভক্তদের ঢল। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসেছেন দেবীকে দর্শন করতে। এই করোনা পরিস্থিতিতে পুজো দেখতে না পেলেও পুজো দেওয়ার সুযোগ মেলায় তাঁরা যথেষ্ট খুশি।
দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের পুজোয় ভক্তদের ঢল নামে প্রতিবার। করোনা আবহে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে যথেষ্ট কড়াকড়ি। মাস্ক পরা তো বাধ্যতামূলক বটেই। মানতে হবে নির্দিষ্ট দূরত্ববিধি।
Kali Puja, Diwali 2021: আজ কালীপুজো, আলোর উৎসবে ঘুচে যাক সকল আঁধার
এবার পুজো শুরু হবে রাত সাড়ে ১০টার পর। বৃহস্পতিবার ভোর পাঁচটায় মন্দির খোলে। তবে দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। গতবারের মতো এবারও ফুল, ধূপকাঠি-সহ অন্যান্য সামগ্রী নিয়ে মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে মিষ্টি নিয়ে ঢুকতে পারবেন ভক্তরা।