জাওয়াদ সাইক্লোনের (Cyclone Jawad) জেরে উত্তাল হলদিয়া বন্দর (Haldia Port)। ভরা কোটালে নদীর জলস্তর বাড়ছে। সঙ্গে বাড়ছে ঝোড়ো হাওয়া। বন্দরের জেটিতে শক্ত চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে জাহাজ। উপকূলের গ্রামবাসীদের সতর্ক করে প্রচার চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা টিম (NDRF)।
রবিবার সকাল থেকে হলদিয়া বন্দরে বৃষ্টি শুরু হয়েছে। মৎস্যজীবীদের (Fishermen) নৌকো নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গার্ডওয়াল পেরিয়ে গ্রামে জল ঢুকে যাওয়ার আশঙ্কা আছে। তাই কড়া নজরদারি চালাচ্ছেন প্রশাসনিক কর্তারা। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বন্ধ করা হয়েছে নন্দীগ্রাম-হলদিয়া ফেরি সার্ভিস (Ferry Service)।
মৎস্যমন্ত্রী অখিল গিরি হলদিয়ার পরিস্থিতির ওপর নজর রাখছেন। তিনি জানান, " শুকনো খাবার ও রান্নার ব্যবস্থা করে রাখা হয়েছে। যাতে কেউ সমস্যায় না পড়েন।" সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, "জাওয়াদের মোকাবিলায় সর্বতোভাবে প্রস্তুত প্রশাসন।"