সোমবার মুম্বই বিমানবন্দরে হলুদ পোশাকে যেন ডানা-কাটা পরী ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) হাসি হাসি মুখে হাত নাড়লেন পাপ্পারাজ্জিদের দিকে। অন্যদিকে ভিকিকে(Vickey Kaushal) মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা গেল ছিমছাম পোশাকে।
জানা গেছে রবিবার রাতেই ভিকি কৌশল(Vickey Kaushal) এবং ক্যাটরিনা কাইফের(Katrina Kaif) রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়েছে। এই হাই-প্রোফাইল দম্পতি সরকারি নথিতে স্বাক্ষর করেছেন। ১৯৫৪ সালের বিবাহ নিবন্ধন আইনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
এও জানা গেছে সলমন খানের(Salman Khan) ব্যক্তিগত দেহরক্ষী শেরা এবং তাঁর টিম ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়েতে নিরাপত্তার দায়িত্বে থাকবে। এই হাই-প্রোফাইল দম্পতির রাজকীয় বিয়েতে ঠিক কী কী ঘটে তা দেখার জন্য এখন মুখিয়ে আছেন তাঁদের ফ্যানেরা।
আরও পড়ুন- '83' song 'Lehra Do' out : মুক্তি পেল '৮৩' ছবির প্রথম গান 'লেহরা দো'
বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে সলমনের(Salman Khan) নিরাপত্তারক্ষী শেরার(Shera) টিম টাইগার সিকিউরিটি সার্ভিসেস, বারোয়ারার দুর্গে ভিকি এবং ক্যাটরিনার বিয়েতে অতিরিক্ত নিরাপত্তা দেবে।