গোয়ায় তৃণমূলের (TMC) গৃহলক্ষ্মী প্রকল্পকে (Griha laxmi card) এবার তীব্র কটাক্ষ করল কংগ্রেস (Congress)।
‘ক্ষমতায় এলে গোয়ায় সাড়ে ৩ লক্ষ গৃহকর্ত্রীকে মাসে ৫ হাজার টাকা। তৃণমূলের প্রতিশ্রুতি অনুযায়ী বছরে ২ হাজার ১০০ কোটি টাকা প্রয়োজন। ২০২০-এর মার্চ পর্যন্ত গোয়ার ঋণের বোঝাই রয়েছে ২৩ হাজার ৪৭৩ কোটি টাকা। এই অঙ্কের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্য! ঈশ্বর গোয়াকে রক্ষা করুন।’ টুইট করে তৃণমূলকে উপহাস করলেন কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)।
অবশ্য তৃণমূলও চুপ করে থাকেনি।
এর জবাবে পাল্টা জবাব দেন মহুয়া মৈত্র (Mahua Moitra) । চিদম্বরমকে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ টুইট করে লেখেন, ‘মাননীয় চিদম্বরম, গোয়ার সাড়ে ৩ লক্ষ পরিবারকে ৫ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ যা রাজ্যের মোট বাজেটের ৬-৮ শতাংশ। যা বাস্তবায়িত করা সম্ভব। কোভিড-পরবর্তীকালে মানুষের হাতে নগদ টাকার জোগান সুস্থ অর্থনীতির লক্ষণ।’