কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর । মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ(DA) পর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ(HRA) বাড়াতে পারে কেন্দ্র । নতুন বছরের শুরুতেই এই বিষয়ে ঘোষণা করা হতে পারে । এইচআরএ বাড়লে, স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনও কিছুটা বেড়ে যাবে ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক ১১.৫৬ লাখের বেশি কর্মীদের এইচআরএ বৃদ্ধির বিষয়ে বিচার বিবেচনা শুরু করে দিয়েছে । এমনকী, রেলওয়ের বোর্ডের কাছেও এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর । প্রস্তাব অনুমোদিত হলেই পরের বছরের জানুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা কার্যকর হতে পারে ।
আরও পড়ুন, Students Day in WB: ১ জানুয়ারি 'ছাত্র দিবস', ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
উল্লেখ্য, দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়েছিল । এবার নতুন বছরের শুরুতেই আরও একটা উপহার পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ।