করোনাকালে (Coronavirus pandemic) ভারতীয় রেলে (Indian Rail) বন্ধ হয়ে গিয়েছিল কম্বল এবং চাদর দেওয়া। দেশে করোনার প্রকোপ কমার পর কি ফের এখন থেকে শুরু হবে চাদর দেওয়া? এই প্রশ্নের জবাব মিলল সংসদে।
সংসদের শীতকালীন অধিবেশনে এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলের দূরপাল্লার যাত্রায় পাওয়া যাবে না বেডরোল ও ব্ল্যাঙ্কেট। এ প্রসঙ্গে লোকসভায় তিনি বলেন, ''কোভিডের কথা মাথায় রেখে রেলযাত্রায় বন্ধ করে দেওয়া হয়েছে লিনেন ও কম্বল দেওয়ার সিস্টেম। কোভিড-১৯ (Covid-19) ভাইরাসের সংক্রমণ চলতে থাকায় এই সিদ্ধান্তের পথে হেঁটেছে সরকার। করোনার সংক্রমণ থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল।''
Omicron: ওমিক্রন শনাক্ত করতে সময় লাগবে মাত্র দু'ঘণ্টা! কিট আনল আইসিএমআর
দূরপাল্লার ট্রেনে কম্বল, বিছানা না দিলেও এবার নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। যেখানে বিমান সেবিকাদের মতো এবার থেকে বেশকিছু ট্রেনে অ্যাটেনড্যান্টস রাখা হবে। মূলত, যাত্রীদের ট্রেনে আরও ভাল পরিষেবা দিতেই প্রিমিয়াম ট্রেনগুলিতে পাওয়া যাবে এই পরিষেবা। Vande Bharat, Gatimaan ও Tejas Express-এ রেল সেবিকা পাবেন যাত্রীরা। মহিলাদের পাশাপাশি পুরুষদেরও নেওয়া হবে রেলসেবকের কাজে।