নতুন পোশাক বিধি চালু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সম্প্রতি একটি নির্দেশিকায় পোশাক পরিচ্ছদ নিয়ে একাধিক বিধিনিষেধের উল্লেখ করা হয়েছে। ফর্মাল শার্ট, প্যান্ট এবং ফর্মাল জুতো পরে অফিসে আসতে হবে। চুল কেটে, দাড়ি-গোঁফ কামিয়ে ঢুকতে হবে অফিসে। সিবিআইয়ের নতুন ডিরেক্টর সুবোধকুমার জয়সওয়াল সংস্থার আধিকারিক এবং কর্মীদের জন্য এই নয়া বিধি চালু করেছেন। মহিলাদের জন্যও ড্রেস কোড চালু হয়েছে। জানানো হয়েছে শাড়ি বা শার্ট পরে অফিসে আসতে হবে মহিলাদের। ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সংস্থার সমস্ত শাখা অফিসে।