শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। থমকে গেল নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিক স্তরে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দিল আদালত।
বুধবার এই নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে এই নিয়োগের কথা ঘোষণা করেন। কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই অনিয়মের অভিযোগ ওঠে।