মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ভবানীপুর উপনির্বাচন মামলার রায়দান। নির্বাচনী বিজ্ঞপ্তির কিছু অংশে আপত্তি জানিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। মঙ্গলবার সেই মামলারই রায়দান হবে। গত শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভবানীপুর উপনির্বাচন নিয়ে রায়দান স্থগিত রাখে।
৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তার ৪৮-ঘণ্টা আগেও জারি রইল আইনি লড়াই। ভবানীপুরে উপনির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা, এই মর্মে নির্বাচন কমিশনকে চিঠি লেখেন মুখ্যসচিব। ভোটের বিজ্ঞপ্তিতে সেই কথা উল্লেখ করে কমিশন।
তারপরই মুখ্যসচিবের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে কয়েক দিন আগে কলকাতা হাইকোর্টে হয় মামলা। বৃহস্পতিবার, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়।