শান্তিপুর উপনির্বাচনে হ্যাটট্রিক করবে বিজেপি। এমনটাই জানালেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার কৃষ্ণনগরের চৌগাছা মোড়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভা আয়োজিত হল। সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
৩০ অক্টোবর শান্তিপুরে বিধানসভা উপনির্বাচন। এই কেন্দ্রে কতটা শক্তিশালী বিজেপি! সেই নিয়ে জবাব দিলেন দিলীপ ঘোষ। নতুন রাজ্য সভাপতিকে নিয়ে জেলা সফরে যাওয়া শুরু করেছেন দিলীপ ঘোষ। জেলা নেতৃত্বের সঙ্গে নতুন রাজ্য সভাপতিকে পরিচয় করাবেন তিনি।
৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ভবানীপুর ও মুর্শিদাবাদের দুই কেন্দ্রেই হেরেছে বিজেপি।