শাহরুখ খানের (SRK) ছেলে আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শাহরুখকে নিয়ে তাঁর কটাক্ষ, 'বাংলার এমন ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যাঁর ছেলে মাদক কাণ্ডে গ্রেফতার হয়!'
মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে বর্তমান পশ্চিমবঙ্গের ব্র্যান্ড আম্বাসাডার শাহরুখ খান-এর ছেলে আরিয়ান খানকে। শনিবার মাঝরাতে মাঝ সমুদ্রে ‘রেভ পার্টি’ চলছিল বলে অভিযোগ। এই পার্টি থেকেই শনিবার রাতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছিল এনসিবি।
Aryan Khan Custody: ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে আরিয়ান- সহ তিন অভিযুক্ত
অনির্বাণ লিখেছেন, 'এমনই একজন ব্র্যান্ড আম্বাসাডার যার পরিবার এমন কুকীর্তির সাথে জড়িয়ে পড়েছে! পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্ম কি এমন ব্র্যান্ড আম্বাসাডারকেই আদর্শ মানবে? ভারতবর্ষের সীমান্তবর্তী আমাদের রাজ্য, পাচার থেকে শুরু করে অনুপ্রবেশ সহ একাধিক সমস্যায় জর্জরিত। আর ড্রাগস ব্যবসার টাকা যায় একাধিক জঙ্গি সংগঠনের হাতে। যাতে ভারতবর্ষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা যায়। তাই পশ্চিমবঙ্গকে ঘিরে যখন গভীর ষড়যন্ত্র চলছে, তখন আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে ভাবতে হবে, তার ঐতিহ্য রক্ষার সংকল্প আমাদেরই নিতে হবে।'