চারটি বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল BJP। গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় নোতাদের।
এই চারটি আসনে মধ্যে দু'টিতে গত বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। সে দু'টি হল দিনহাটা ও শান্তিপুর। গোসাবা এবং খড়দহে হারতে হয়েছিল গেরুয়া শিবিরকে।
দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মন্ডল। তিনি আগে তৃণমূলের বিধায়ক ছিলেন। ২০১৬ থেকে বিজেপি করছেন। তাঁকে জেতানোর দায়িত্ব সাংসদ নিশীথ প্রামাণিকের।
TMC on Lakhimpur: পদে পদে বাধা, হার না মেনে লখিমপুরে তৃণমূল প্রতিনিধি দল, কী বললেন তাঁরা?
শান্তিপুর আসনে বিজেপি টিকিট দিয়েছে নিরঞ্জন বিশ্বাসকে। এটিও সম্ভাবনাময় আসন। নির্বাচনের প্রধান সেনাপতি সাংসদ জগন্নাথ সরকার।
খড়দহ আসনে লড়বেন জয় সাহা। তিনি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। গোসাবা আসনে বিজেপি প্রার্থী পলাশ রানা।