নীতি আয়োগের (Niti Aayog) নতুন রিপোর্টে উঠে এসেছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যের দারিদ্র্যের করুণ অবস্থা। নীতি আয়োগের প্রথম বহুমাত্রিক দারিদ্র্য সূচক (Multidimensional Poverty Index- MPI) এর রিপোর্ট অনুসারে, দেশের দরিদ্রতম রাজ্য হল বিহার (Bihar)। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে ঝাড়খণ্ড (Jharkhand), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও মেঘালয় (Meghalaya)।
নীতি আয়োগের ওই রিপোর্টে দেখা যাচ্ছে, মাতৃত্বকালীন স্বাস্থ্য, স্কুলে শিক্ষার বছরের বঞ্চিত জনসংখ্যার হার, স্কুলে হাজিরা, রান্নার জ্বালানি এবং বিদ্যুতের সুযোগ থেকে বঞ্চিত জনসংখ্যার শতকরা হারের মতো মাপকাঠিতেও বিহারের স্থান এই তালিকার একেবারে নিচে।
রিপোর্ট অনুযায়ী, বিহারের মোট জনসংখ্যার ৫১.৯১ শতাংশই দরিদ্র। ঝাড়খণ্ডের মোট জনসংখ্যার ৪২.১৬ শতাংশ দরিদ্র। উত্তরপ্রদেশে অঙ্কটি হল ৩৭.৭৯ শতাংশ।