এবার উচ্চমাধ্যমিকেও সেমেস্টার। সব ঠিকঠাক থাকলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম লাগু হতে পারে। এমনটাই জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ-এর তরফে। অর্থাৎ এক্ষেত্রে মোট ৪টি পরীক্ষা দিতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের। ইতিমধ্যেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছে বিকাশভবন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই সব চূড়ান্ত করা হবে
Jasprit Bumrah : দৌড়, সাঁতার, সঙ্গে কড়া ডায়েট ! ২২ গজের সব ফরম্যাটে সেরা বুমরা-র ফিটনেস রহস্য কী ?
সেই সঙ্গে বদলাতে পারে সিলেবাসও। দ্বাদশ শ্রেণির দু’টো সেমেস্টারের উপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া সূত্রের খবর, প্রায় ৪৭টি বিষয়ের সিলেবাস বদলানোর কথা, এর জন্য আলাদা আলাদা সব কমিটিও তৈরি করা হয়েছে। ২০২৬ এর উচ্চ মাধ্য়মিক পরীক্ষার্থীরা নতুন সিলেবাসে পরীক্ষা দেবেন।