কার্যত পুড়ে খাঁক বাংলা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ৪০ ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে রোজই। আরও তাপমাত্রা আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। এমতাবস্থায়, সুস্থ থাকাটা কার্যত একটা চ্যালেঞ্জ। এই রোদ সরাসরি মাথায় পড়লে, হিট স্ট্রোকের কবলে পড়তে পারেন। এই গরমে সুস্থ থাকার দাওয়াই দিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার ডঃ নিখিল চন্দ্র দাস।
চিকিৎসক জানিয়েছেন, প্রয়োজন না পড়লে এই গরমে কোনওভাবেই বাইরে যাওয়া যাবে না। সুতির ঢিলেঢালা জামা পরতে হবে। প্রচুর পরিমাণে জল খান, আর খাবারটাও বাড়িতে খাওয়ারই পরামর্শ দিয়েছেন চিকিৎসক। রাস্তার খাবার, কাটা ফল যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে। খেতে হবে ঘন ঘন ORS ।
Nestle : বেবিফুড সেরেলাকে মেশানো হয় চিনি, নেসলের বিরুদ্ধে অভিযোগ
উল্লেখ্য, শনিবার পর্যন্ত ৪০ ডিগ্রির নিচে নামার প্রশ্নই নেই তাপমাত্রা, বরং আরও বাড়তে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসহ্য হয়ে উঠছে দহন জ্বালা। আগামী ২ দিন দুই থেকে তিন ডিগ্রি আরও বাড়বে তাপমাত্রা