দেশ জুড়ে চলছে প্রথম দফার লোকসভা নির্বাচন। তীব্র গরম উপেক্ষা করেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে জনগণ। গোটা দেশে ভোটের হার সন্তোষজনক হলেও, ভোট যুদ্ধে কার্যত নিষ্ক্রিয় নাগাল্যান্ড। কারণ উত্তর পূর্বের ওই রাজ্যের প্রায় ২০টি বিধানসভা এলাকায় ভোটের হার প্রায় শূন্য।
কেন ভোট পড়েনি?
আসলে পূর্ব নাগাল্যান্ডের ২০টি বিধানসভা কেন্দ্র নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত সংস্থা ফ্রন্টিয়র নাগাল্যান্ড টেরিটরি তৈরি করার দাবি জানিয়েছে নাগাল্যান্ডের প্রভাবশালী সংগঠন ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট। শর্ত ছিল ভোট শুরু করার আগে তাঁদের দাবি না মানলে ভোট বয়কট করা হবে। আর সেই কারণেই এই ২০টি বিধানসভায় কার্যত ভোটের হার শূন্য।