মনে জেদ ছিল । আর চোখে স্বপ্ন । তাই, কোনও অভাব তাঁর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি । ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় টপার হয়ে এখন আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন রাঁচীর মেয়ে জিনাত পারভিন । আর্টস বিভাগ থেকে ৯৪.৪ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন জিনাত । তাঁর সাফল্যে খুশি পরিবার । জিনাতকে নিয়ে গর্ব করছেন রাঁচীর মানুষরা ।
সবজি বিক্রি করে সংসার চালান জিনাতের বাবা । অভাবের সংসার । কিন্তু জিনাতের পড়াশোনায় কোনও খামতি রাখেননি তিনি । মেয়েকে নিয়ে তাঁর অনেক স্বপ্ন । বাবার স্বপ্ন পূরণ করার জেদটা জিনাতের মধ্যেও । দিন-রাত পরিশ্রম করেছেন । রাত জেগে পড়াশোনা করেছেন, পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন । একএকদিন তো আবার ১০ কিমি হেঁটে স্কুলে যাতায়াতও করেছেন জিনাত ।
জিনাত জানিয়েছেন, ভাল ফল করবেন আশা ছিল । কিন্তু, টপার হবেন ভাবতে পারেননি । ভবিষ্যতে ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিতে চান জিনাত । আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন । তাঁর লক্ষ্য় শুধুমাত্র তাঁর পরিবারের জন্য একটি উন্নত জীবন প্রদান করা নয় বরং দেশের সেবা করা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা ।