ফের শ্রদ্ধা কাণ্ডের ছায়া দিল্লিতে। লিভ ইন পার্টনারকে খুনের পর ১২ কিলোমিটারের মধ্যে দেহ ফেলার অভিযোগ। বোনের সঙ্গে হাত মিলিয়েই যুবক এই কাণড ঘটিয়েছেন বলে অনুমান প্রাথমিক তদন্তে৷ এই পাশবিক ঘটনা ঘটেছে নর্থ ইস্ট দিল্লিতে৷
Eid ul-Fitr 2023 : কাবাব-বিরিয়ানির দাওয়াত, নতুন পোশাকে উৎসবের মেজাজ, রমজান শেষে আজ খুশির ইদ
পুলিশ সূত্রে খবর, গত ১২ এপ্রিল রাতে একটি ফোন আসে। পরিত্যক্ত দেহ পড়ে থাকার। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। শরীরে কোনও ক্ষত চিহ্ন নেই। জানা যায়, বছর ২৫ এর ওই যুবতীকে দমবন্ধ করে খুন করা হয়েছে। তদন্তে জানা যায়, মৃত যুবতী ৪ বছর আগে বাড়ি থেকে পালিয়ে ওই লিভ ইন পার্টনারের সঙ্গেই থাকতেন।