নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিল ২ অভিযুক্ত। প্রায় এক বছর পর ওই মৃত নাবালিকাকে 'জীবিত' অবস্থাতেই খুঁজে পেল পুলিশ। উত্তরপ্রদেশের নয়ডাতে ঘটনাটি ঘটেছে। ২ অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে।
নয়ডার ভাদোহি থানার পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকাকে তাঁরা গ্রেটার নয়ডাতে প্রথম দেখতে পায়। এক পুরুষ বন্ধুর সঙ্গে থাকে ওই নাবালিকা। একটি বেসরকারি সংস্থায় কাজও করে। ওই ২ যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে, এবার ওই নাবালিকার বাবা-মা-র খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নাবালিকার মা-বাবা পলাতক।
পুলিশ ওই নাবালিকার মেডিকেল টেস্ট করায়। পুলিশের কাছে ওই নাবালিকা অভিযোগ করে, তার বাবা-মা অত্যাচার করত। তাই দীর্ঘদিন আলাদা থাকে সে। পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তদের সঙ্গে নাবালিকার বাবার পুরনো শত্রুতা ছিল। তার জেরেই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ।